Monday, February 3, 2025
Homeঅপরাধদুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

আলোর যুগ স্পোর্টসঃ দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক এবং প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসি’র সাবেক চেয়ারম্যানের আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। মহিবুল হককে তিনটি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আজ আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

মহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি মহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে এবং গত ৮ জুলাই রাজধানী থেকে আবেদ আলীক গ্রেফতার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments