Sunday, December 22, 2024
Homeজেলার খবরদুদকের মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

দুদকের মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

আলোর যুগ প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এই রায় প্রদান করেন। খন্দকার মোশাররফ হোসেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা। মামলার কারণে ড. খন্দকার মোশাররফকে জেলে যেতে হয়েছিল। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

এর আগে, গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের একটি মামলাতেও খালাস পেয়েছিলেন ড. খন্দকার মোশাররফ। আদালত জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেন। একই বছরের ১৪ আগস্ট দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments