Thursday, November 28, 2024
Homeক্রিকেটদুই বছর পর ওয়ানডে দলে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা

দুই বছর পর ওয়ানডে দলে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা

আলোর যুগ স্পোর্টসঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর নারীদের দলে নতুন করে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বাকি দুই ম্যাচের জন্য তাকে দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিলারা দলে ফিরেছেন প্রায় দুই বছর পর। ২০ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার অবশ্য শুরুতে স্ট্যান্ডবাই তালিকাতে ছিলেন।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচে প্রথম তিন ব্যাটারই রানের দেখা পান। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে এজন্য তারা খেলে ফেলেন ১১২ বল। ৩৮ রান করতে মুর্শিদা নেন ৬১ বল আর ক্যারিয়ারের ১১তম ফিফটি করা ফারজানার ব্যাট থেকে আসে ১১০ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ফেরার ম্যাচ রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। বাংলাদেশ পায় ২৫২ রানের রেকর্ড সংগ্রহ।

এ বিষয়ে নির্বাচক সাজ্জাদ আহমেদ, ‘ঘরের মাঠে সিরিজে সাধারণত বাড়তি কাউকে নিই না আমরা। তবে এবার মনে হয়েছে, টপ-অর্ডারে আমাদের আরেকজন ব্যাটার প্রয়োজন পড়তে পারে। এছাড়া (নিগার সুলতানা) জ্যোতির সঙ্গে একজন উইকেটরক্ষকও পাওয়া গেল। তাই দিলারাকে নেওয়া।’ ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি। শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments