আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির টিকে থাকাই কঠিন হয়ে গেলো। দুই গোলের লিড নিয়েও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-২ গোলে হেরেছে সিটিজেনরা। এতে করে পয়েন্ট টেবিলের ২৫তম স্থানে নেমে গেছে তারা। প্লে-অফের সম্ভাবনা তৈরি করতে ক্লাব ব্রুগের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে পেপ গার্দিওলার শিষ্যদের।
বুধবার রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ডের গোলে দুই গোলের লিড পায় ম্যানসিটি। দুই গোলে পিছিয়ে পড়ে খুব দ্রুত জবাব দেয় পিএসজি। চার মিনিটের ব্যবধানে দেম্বেলে ও বারকোলার গোলে সমতায় ফেরে প্যারিসিয়ানরা। ৫৬তম মিনিটে বারকোলার ক্রস থেকে জাল খুঁজে পান দেম্বেলে। চার মিনিট পর দেসির দোয়ির শট ক্রসবারে আঘাত করে ফিরলে ফিরতি শটে সমতা ফেরান বারকোলা।
ভিতিনিয়ার ফ্রি কিক সিটির ব্যাকলাইন আটকাতে পারেনি। ব্যাকপোস্ট থেকে হেড করে ৭৮তম মিনিটে পিএসজিকে লিড এনে দেন জোয়াও নেভেস। যোগ করা সময়ে গনসালো রামোস চতুর্থ গোল করলে সিটির হার নিশ্চিত হয়। সাত ম্যাচে মাত্র দুটি জেতা ম্যানসিটি ২৫তম স্থানে নেমে গেল। প্লে-অফের জায়গা থেকে ছিটকে গেল তারা। কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলবে টেবিলের শীর্ষ আট দল। নবম থেকে ২৪তম দল খেলবে দুই লেগের নকআউট প্লে-অফ পর্বে।