Sunday, December 22, 2024
Homeক্রিকেটদারুণ জয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল রংপুর রাইডার্স

দারুণ জয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল রংপুর রাইডার্স

আলোর যুগ স্পোর্টসঃ ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখল রংপুর রাইডার্স। আজ সকালে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫ রানে জয় তুলে নিয়েছে রংপুর।

আগামীকাল পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারালে ফাইনালে ওঠার সুযোগ আছে রংপুর রাইডার্সের। তবে এ ক্ষেত্রে রংপুরকে মেলাতে হবে নেট রান রেটের হিসাবও। পাঁচ দলের লিগ পর্বের শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে। লিগ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি। কোনো দলেরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি, কাগজ-কলমের হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচটি দলেরই।

আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান। গায়ানার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও তানজিম হাসান সাকিবের তোপে ১৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে রংপুর। দক্ষিণ আফ্রিকান প্রিটোরিয়াস প্রথম ৩টি উইকেট নেওয়ার পর সৌম্য সরকারকে (২) বোল্ড করেন বাংলাদেশের পেসার তানজিম। সপ্তম ওভারে মেহেদী হাসান ইমরান তাহিরের শিকার হলে রংপুরের স্কোর ২৭/৫ হয়ে যায়।

সেখান থেকে ৬১ রানের জুটি গড়েন খুশদিল শাহ ও নুরুল হাসান। তানজিম খুশদিলকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ভাঙেন এই জুটি। পাকিস্তানি ব্যাটসম্যান ৪৭ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৫৮ রান। এই ইনিংস ম্যাচসেরাও বানিয়েছে তাকে। রংপুর অধিনায়ক নুরুল ২৬ বলে করেন ১৫ রান। রংপুর ২০ ওভারে অলআউট হয় ১১৭ রানে। ৪ ওভারে ২১ রান দিয়ে তানজিম নেন ২ উইকেট।

রান তাড়ায় গায়ানাও ২৭ রানে হারায় প্রথম ৫ উইকেট। দলটি শেষ পর্যন্ত ১৯.১ ওভারে অলআউট হয় ১০২ রানে। ৪৪ বলে ৩৫ রান করে দলটি সর্বোচ্চ স্কোরার শাই হোপ। ১৮তম ওভারে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন হোপকে ফেরাতেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় গায়ানা। রোমারিও শেফার্ডকে ফিরিয়ে গায়ানার ইনিংসের সমাপ্তি টানা কামরুল ইসলাম ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments