Thursday, November 21, 2024
Homeআন্তর্জাতিকদামেস্কে ইসরায়েলি হামলা; প্রতিক্রিয়ায় যা বলছে ইরান

দামেস্কে ইসরায়েলি হামলা; প্রতিক্রিয়ায় যা বলছে ইরান

আলোর যুগ প্রতিনিধিঃ সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিম শহরতলীর একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হন। ইসরায়েলি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে ফিলিস্তিনি জিহাদ আন্দোলন, হামলায় নিহতদের পরবারবর্গ এবং সিরিয়ার জনগণ ও সরকারকে সমবেদনা জানিয়েছে ইরান। পাশাপাশি হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলি আগ্রাসন ক্রমাগত বেড়েই চলেছে। বৃহস্পতিবারের বিমান হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, এ হামলা ছিল সিরিয়ার ভূখণ্ডে সরাসরি আগ্রাসন। এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করতে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক তলব করার আহ্বানও জানান তিনি।

দামেস্কে হামলার পর বার্তা সংস্থা রয়টার্স সানার বরাতে জানায়, আক্রান্ত ভবনগুলো রাজধানীর পশ্চিমে অবস্থিত মাজেহ ও কুদসাইয়ার উপকণ্ঠে অবস্থিত। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর এবং অন্যান্য সম্পদ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments