আলোর যুগ প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এমপি।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় মন্ত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় তিনি আগামী অক্টোবরে টার্মিনালটি পুরোপুরি চালুর আশা প্রকাশ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।