Tuesday, May 13, 2025
Homeআন্তর্জাতিকতুষারপাতে বিপর্যস্ত মানালি, আটকা পড়েছেন হাজারো পর্যটক

তুষারপাতে বিপর্যস্ত মানালি, আটকা পড়েছেন হাজারো পর্যটক

আলোর যুগ প্রতিনিধিঃ কুলু, মানালিসহ ভারতের হিমাচলের পর্যটন স্থানগুলোতে গত কয়েক দিন ধরেই তুষারপাত হচ্ছে। নতুন বছরে তুষারপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্যটির আবহাওয়া দফতর। তুষারপাতের টানে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন হিমাচল অঞ্চলের ওই রাজ্যে। কিন্তু অনেকেই রাস্তায় আটকে পড়ছেন। রাজ্যের পাহাড়ি এলাকার বহু রাস্তা বন্ধ হয়ে গেছে। পর্যটকদের তাই নানা সাবধানতা অবলম্বন করার জন্য বার বার পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষে।

তুষারপাতের জেরে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গেছে। ফলে কোনও কোনও ক্ষেত্রে গাড়ি পিছলে যাচ্ছে। আর এই ধরনের ঘটনার মুখে যাতে পর্যটকদের পড়তে না হয়, তাই সতর্কও করা হচ্ছে। কিন্তু তার পরেও অনেকে সেই পরামর্শ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে। মানালিতে পরিস্থিতি খারাপ। তুষারে ঢাকা রাস্তা। ফলে সেই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে।

মানালির মতো কুলুতেও তুষারপাতের কারণে পরিস্থিতি বিপর্যয়কর। পাঁচ হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। তাদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুলুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments