আলোর যুগ স্পোর্টসঃ হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা দিনেই মিরপুরে চলছে বিপিএল। নতুন বছরের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটলাস ও দুর্বার রাজশাহী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকার হয়ে প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি লিটন কুমার দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষেও হাসেনি এলকেডির ব্যাট। ৫ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা। আরেক ওপেনার তানজিদ তামিমও হয়েছেন ব্যর্থ। ১০ বলে ৯ রান করে ফিরেছেন তিনি।
তবে ঢাকার হাল ধরেন স্কিনাজি ও দীপু। দুজনেই শুরুতে দেখেশুনে খেলেছেন। প্রথমে সময় নিয়েছেন, এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন তারা। ২৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন স্কিনাজি। একাদশে সুযোগ পেয়েই ফিফটি তুলে নিয়েছেন দীপু। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।
অধিনায়ক পেরেরা খেলেছেন ৯ বলে ২১ রানের ক্যামিও। ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন শুভাম রানজানে। এছাড়াও ৯ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন আলাউদ্দিন বাবু।
দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে এটিই সেরা বোলিং ফিগার। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ ও হাসান মুরাদ।