Friday, December 27, 2024
Homeবাংলাদেশতাইওয়ানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০

তাইওয়ানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০

আলোর যুগ প্রতিনিধিঃ তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫০ জন। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল আটটার দিকে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো তাইওয়ান।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দক্ষিণ জাপান এবং ফিলিপাইনের কিছু অংশের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments