Thursday, November 21, 2024
Homeজাতীয়ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত: আইন উপদেষ্টা

ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত: আইন উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা ভুক্তভোগী হয়ে ঢালাও ভাবে যেসব মামলা করা হচ্ছে তা নিয়ে সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এটি কীভাবে মোকাবিলা করা যায় তা বিচার বিভাগীয় কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টার সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিচার বিভাগে সব বিচারপতি নিয়োগ যুগোপযোগী আইনের মাধ্যমে হবে। মেধাবীরা যেন বিচারপতি হিসেবে আসতে পারে এজন্য বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। এসময় আসিফ নজরুল বলেন, ‘বিগত সরকার নিজেরা অনেক গায়েবি মামলা করেছে তবে এখন এসব  মামলা নেওয়া হচ্ছে না।’ বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে লজিস্টিক কিছু সমস্যা আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে তিনি আশাবাদী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments