Thursday, November 20, 2025
Homeক্রিকেটঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে শোয়েব আখতার

ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে শোয়েব আখতার

আলোর যুগ স্পোর্টসঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। গত আসর দিয়েই বিপিএলে অভিষেক ঘটেছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করল আরেক পাকিস্তানি তারকা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতারকে।

খেলোয়াড়ি জীবনে ভয়ংকর গতির জন্য বিশ্বখ্যাত ছিলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। পাকিস্তানের ঘরোয়া দল স্টেট ব্যাংকের প্রধান কোচ হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পাকিস্তান জাতীয় দল, ভারতের জাতীয় দল কিংবা আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে কাজ করার আগ্রহও জানিয়েছিলেন তিনি, তবে কোনো প্রস্তাবই শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি।

মাঠের ক্রিকেট ছাড়ার পর মিডিয়া বিশ্লেষক হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন শোয়েব। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে নিয়মিতই দেখা যায় তাকে। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ধারাবাহিকভাবে কনটেন্ট তৈরি করছেন তিনি। এদিকে ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যে দল গঠনে ব্যস্ত সময় পার করছে। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দেশের তারকা পেসার তাসকিন আহমেদ, ব্যাটার সাইফ হাসান, পাশাপাশি বিদেশি তারকা অ্যালেক্স হেলস এবং উসমান খানকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments