Tuesday, May 13, 2025
Homeশিক্ষাঢাকা কলেজ ও সিটি কলেজে ফের সংঘর্ষ, ভাঙচুর

ঢাকা কলেজ ও সিটি কলেজে ফের সংঘর্ষ, ভাঙচুর

আলোর যুগ প্রতিনিধিঃ এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়। এ সংঘর্ষে ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে ১৫ এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিলেন। এদিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রমনা থানার ডিসি মাসুদ আলম বলেন, গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সাইন্সল্যাবে ড্রেস পরে এসেছিল। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে সিভিল ড্রেসে কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাকে মারধরও করে। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আজ ঢাকা কলেজের প্রায় দুই থেকে আড়াইশ শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে আসে। আমরা এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেই।

তিনি আরও বলেন, এরপর আবার শুনি সিটি কলেজ থেকে ছাত্ররা বেরিয়েছে। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে রয়েছে, যারা পুলিশের ওপর ক্ষিপ্ত। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দুটি কাঁদানে গ্যাস ছুড়ি। ডিসি মাসুদ আলম বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। এভাবে আর কত। এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুই কলেজকে নিয়ে এ সমস্যার সমাধান করা দরকার। আমরা ঊর্ধ্বতনদের জানাব। আমরা এভাবে আর চাই না। কখন কার প্রাণ ঝরে যায়, বলা যায় না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments