Wednesday, August 20, 2025
Homeমহানগরঢাকায় বৃষ্টির মতো কুয়াশা

ঢাকায় বৃষ্টির মতো কুয়াশা

আলোর যুগ প্রতিনিধিঃ গত কিছুদিন রাজধানী ঢাকায় শীতের তীব্রতা তেমন অনুভূত হয়নি। শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনভর তাপমাত্রা ছিল বেশি। তবে মাঘের শেষ দিকে এসে ঢাকায় ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।

এদিকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments