Sunday, August 10, 2025
Homeঅর্থ-বানিজ্যঢাকার একটি কনভেনশন সেন্টারে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লটওনারদের মত বিনিময়...

ঢাকার একটি কনভেনশন সেন্টারে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লটওনারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত


জাভেদ মোস্তফা 🇧🇩

কক্সবাজারে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের এর স্লটওনারদের এক মত বিনিময় সভা আজ শনিবার ঢাকার গুলশানস্থ জারা কনভেনশন সেন্টারে অনুষ্টিত হয়েছে। স্লটঅনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ও এসোসিয়েশনের সভাপতি মোঃ ইব্রাহিম এর সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হোটেল পরিচালনা পরিষদ এবং জিএইচএল এর চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ড. ফখরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,ঢাকা স্লট অনার্স গ্রুপ এর সভাপতি সাংবাদিক জাভেদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক একে আজাদ সহ উভয় কমিটির তিন শতাধিক স্লটমালিক গন ও অতিথি বৃন্দ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম তার বক্তব্যে হোটেলকে লাভবান করার স্বার্থে সকল স্লটওনারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে সকল স্লটওনারগনের অংশগ্রহণে একটি সচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা বোর্ড গঠন করে হোটেলকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, স্লটমালিকদের স্বচ্ছতা ও গ্রহনযোগ্যতা বাড়াতে আগামি ডিসেম্বরে সকল স্লটমালিকদের অংশ গ্রহনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা তার প্রথম ইচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে প্রায় তিন হাজার মালিকদের প্রতিনিধি নির্বাচন এর মাাধ্যমে পরিচালনা বোর্ড গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এ সময় হোটেলের বিভিন্ন সমস্যা ও এর সমাধানে স্লটমালিকদের পক্ষে অনেক বক্তব্য দেওয়া হয়। সকল সমস্যা সমাধানে তিনি বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার তিনি আর্বিট্রেশন মামলার মাধ্যমে সকল সমস্যা সমাধানে আইনগতভিত্তিক একটি সমাধানে এগুচ্ছেন। যা আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলে ইঙ্গিত দেন।
সর্বশেষ একটি সুন্দর ও মালিকদের স্বপ্নের হোটেল নির্মাণ ও সফল ভাবে পরিচালনায় জনাব ফখরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএইচএল বোর্ড পরিচালক লেঃ জেনারেল (অবঃ) এ টি এম জহিরুল আলম, বেস্ট ওয়েস্টার্ন হোটেল এর জেনারেল ম্যনেজার কিংশুক চক্রবর্তী, স্লটওনার কর্নেল (অবঃ)মোশারফ হোসেন, সাবেক ইউএন অফিসিয়ালস এ কে মাসুদ আহমেদ, আশা ফাউন্ডেশন বাংলাদেশ এক্সিকিউটর প্রেসিডেন্ট মোঃ ফাইজার রহমান, স্লটওনার মাহবুবুর রহমান, বশির আহামদ, হারুনর রশিদ, আনোয়ার হোসেন,আনিসুর রহমান, তাজবীর হোসেন, মো: রফিক, মোতালেব হোসেন সহ জিএইচএল ও কোরালরীফ এবং হোটেল ম্যানেজমেন্ট এর কর্মকর্তা গন।

এ সময় আরো উপস্থিতছিলেন কোরালরীফ এর প্রধান নির্বাহী পরিচালক অনারিয়াস তারেক, হোটেলের পরিচালক কামরান দিদার, হোটেলের উচ্চপদস্থ কর্মকর্তা মো: মিজান, মো: ইভান সহ কর্মকর্তারা।
এর আগে কোরালরীফ এর চেয়ারম্যান তাসনিমা ইসলাম, জেনারেল অব. জহির উল ইসলাম, কর্নেল অব.মোশাররফ হোসেন সহ সিনিয়র অনারদের ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানে ররন করেন ঢাকা স্লট অনার্স গ্রুপ এবং স্লটঅনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কর্মকর্তা গন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments