Wednesday, January 8, 2025
Homeক্রিকেটঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুরের

ঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুরের

আলোর যুগ স্পোর্টসঃ বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা চার ম্যাচে হারের মুখ দেখলো ঢাকা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা।

১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫। অপরদিকে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলস আজও ঝড়ো ব্যাটিং করেছেন। যদিও ৬ রানের জন্য ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইকরেটে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার।

পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। খুশদিল ২৭ রান ও ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দু’জনে মিলে দলের সর্বোচ্চ জুটি ২৮ রান করেন। ১৪ রানে সোহান আকিব জাভেদের শিকার হলে রয়ের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়েন সর্বশেষ তিন ম্যাচেই ওপেনিং করা তানজিদ হাসান তামিম।

তবে ১৮ রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে একশ’ রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে শেষ পর্যন্ত তারা ১১১ রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর ১৬ ও গতকালই এবারের বিপিএলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ রানের কল্যাণে। রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার নাহিদ রানা। দু’টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বোলার আকিব ও খুশদিল শাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments