Monday, January 27, 2025
Homeজেলার খবরড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে: সারজিস আলম

ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে: সারজিস আলম

আলোর যুগ প্রতিনিধিঃ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই, ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো।’আজ শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য্য বর্ধনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামাতে ইসলামির নেতা নাজিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। এর আগে সচিব ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মেচন করেন। এদিকে, শনিবার দুপুরে পঞ্চগড়ে আরেক অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই।’

শনিবার দুপুরে তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ূথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন করতে চাচ্ছে, বিভ্রান্ত করে যাচ্ছে। তারা যে ছাগলের উত্তরসূরী বাংলাদেশের মানুষ এখন জানে। ৫ আগস্টে তারা তা প্রমাণ করে দিয়েছে।’ এ সময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ূথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments