Monday, May 12, 2025
Homeখেলাডি মারিয়ার অবসর ইস্যুতে মুখ খুললেন স্কালোনি

ডি মারিয়ার অবসর ইস্যুতে মুখ খুললেন স্কালোনি

আলোর যুগ স্পোর্টসঃ কোপা আমেরিকা ও বিশ্বকাপের ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ডি মারিয়ার। রবিবার যখন তিনি চলতি কোপার ফাইনালে নামবেন, তখন আনন্দের সঙ্গে ডি মারিয়াকে ছুঁয়ে যাবে বিষাদও। কোপা আমেরিকার পর অবসরে যাবেন, আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। ফাইনালে উঠার পরও বলেছেন একই কথা। তবে তাকে বুঝিয়ে রেখে দিতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, ‘আমি জানি মারিয়ার ব্যাপারে কেমন অনুভব করি। আমরা চাই না সে প্রয়োজনের চেয়ে তাড়াতাড়ি অবসরে যাক। আমরা হতাশ হতে চাই না। আমাদের তাকে খেলতে দিতে হবে। এরপর দেখা যাক আমরা তাকে বোঝাতে পারি কি না (অবসর নেওয়ার ব্যাপারে)। কিন্তু এখন অবধি সে এখানে আছে, তাকে মুহূর্তটা উপভোগ করতে দিতে হবে।’

শুধু মারিয়াই নন, শোনা যাচ্ছে নিকোলাস ওটামেন্ডিও বিদায় বলবেন এবারের কোপার পর। অনিশ্চয়তা আছে লিওনেল মেসিকে নিয়েও। স্কালোনি বোঝাতে চাইলেও ডি মারিয়া অবশ্য ফাইনালে উঠার পরও বলেছেন, অবসর নেওয়ার ভাবনায় এখনও বদল আনেননি তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments