Monday, November 25, 2024
Homeজাতীয়ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশা চালকদের প্রতিনিধি দল

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশা চালকদের প্রতিনিধি দল

আলোর যুগ প্রতিনিধিঃ রিকশাচালকদের দুটি সংগঠন ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এসেছে। সোমবার বেলা ১১টার দিকে রিকশাচালকদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। অন্যদিকে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠকের জন্য ডিএমপিতে এসেছেন।

এর আগে, গতকাল রবিবার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এদিন সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

এদিকে, ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments