Tuesday, December 9, 2025
Homeআন্তর্জাতিকট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

আলোর যুগ প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, “এখন এটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার শত্রু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান।”

বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রতিপক্ষ, তারা এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথে নেমেছে। তিনি আরও বলেন, ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কর্মসূচি। এখন ট্রাম্প পুরোপুরি ‘উন্মাদ ইউরোপের’ সঙ্গে একাত্ম হয়েছেন।

ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং তার প্রশাসন রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েল-এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন, যেটিকে তার প্রশাসন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাশিয়াকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেছেন।

আগস্ট মাসে ট্রাম্প দাবি করেন, মেদভেদেভের যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের জবাবে তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। মেদভেদেভ বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে রাশিয়া এখন ‘অপ্রয়োজনীয় আলোচনা ছাড়াই’ ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমাদের এমন একটি আলোচনাভিত্তিক সমাধানের প্রয়োজন যা সংঘাতের মূল কারণগুলো দূর করবে এবং ইউরেশীয় নিরাপত্তাসহ বৈশ্বিক শান্তি নিশ্চিত করবে।

তিনি মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অত্যন্ত প্রতিকূল ও অকার্যকর আখ্যা দিয়ে সতর্ক করেন, যদি ট্রাম্প প্রশাসন আগের মার্কিন প্রশাসনের মতো একই পথে চলে, তবে তার পরিণতিও ব্যর্থতা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments