আলোর যুগ প্রতিনিধিঃ জাপানের রাজধানী টোকিওর কাছে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) মধ্যরাতে আঘাত হানে কম্পনটি। তবে ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি সংস্থাটি।দেশটির আবহাওয়া সংস্থার বরাতে এ খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে।
জাপানি সিসমিক স্কেলে (শূন্য থেকে সাত) চারটি কম্পন রেকর্ড করা হয়েছে ইসুমি সিটি, ইচিনোমিয়া টাউন এবং চিবা প্রিফেকচারের অন্যান্য পৌরসভায়।চিবা সিটি, টোকিও এবং ইয়োকোহামা সিটির কিছু অংশে তিনটি কম্পন অনুভূত হয়েছে।
বৃহত্তর টোকিও এবং মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে। চিবা প্রিফেকচারের পূর্ব উপকূলে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। এর আগে, ৮ এপ্রিল ভূমিকম্পপ্রবণ দেশটির দক্ষিণ-পশ্চিম মিয়াজাকি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।