আলোর যুগ স্পোর্টসঃ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বুধবার তার ঝকঝকে ইনিংসের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তার সেঞ্চুরি করার পথে ২০০০ রানের মাইলফলক ও ২০০-এর বেশি উইকেট-টেস্টে এই ডাবলের ক্লাবে নাম লেখালেন তিনি।
৫৩ টেস্টে এই কীর্তি গড়ে চতুর্থ দ্রুততম অলরাউন্ডার হিসেবে এমন বিরল রেকর্ড গড়লেন তিনি। মিরাজের সঙ্গে যৌথভাবে এই তালিকায় চারে রবীন্দ্র জাদেজা। ৪২ ম্যাচে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে টেস্টে এই রেকর্ড দ্রুততম করার কীর্তি ইয়ান বোথামের। দুইয়ে থাকা ইমরান খান ও কপিল দেব-দুজনেরই এই কীর্তি গড়তে লেগেছে ৫০ টেস্ট। আর টেস্টের এই বিরল রেকর্ড করতে অশ্বিনকে খেলতে হয়েছে ৫১ টেস্ট।