Thursday, December 5, 2024
Homeক্রিকেটটেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

আলোর যুগ স্পোর্টসঃ নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানো ম্যাচে চতুর্থ ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার জো রুট। ছোট এই ইনিংস খেলেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ এই রান সংগ্রাহক।

শুধু রেকর্ড নয়, এই ইনিংসেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভেঙে দিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন রুট।

আন্তর্জাতিক টেস্টে ক্রিকেটে চতুর্থ ইনিংসে শচিনের রান ছিল ১৬২৫। সেটাই ছিল চতুর্থ ইনিংসে করা সর্বোচ্চ রান। রবিবার তাকে টপকে গেলেন রুট। এ দিনের অপরাজিত ২৩ রানের ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে রুটের রান হল ১৬৩০।

ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নেমে শচিনের রেকর্ড ভেঙেছেন রুট। এদিন ইংলিশ ডানহাতি ব্যাটার ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দু’টি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। শচিনের রেকর্ড ভাঙার আগেই তারই স্বদেশি সাবেক তারকা অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকেও টপকে গেছেন রুট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments