
আলোর যুগ স্পোর্টসঃ সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এই কারণে বাংলাদেশকে আজ রান তাড়ায় নামতে হবে।
বাংলাদেশ দলের একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। নুরুল হাসান সোহানকে বিশ্রামে রেখে সুযোগ দেওয়া হয়েছে জাকের আলি অনিককে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেইডন সিলস।
