Saturday, May 10, 2025
Homeক্রিকেটটস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের

আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত ভাবেই করতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাছাইপর্ব পেরিয়ে আসা পাপুয়া নিউগিনি এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অঘটন ঘটানোর জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে তারা। তবে টস ভাগ্য পক্ষে আসেনি তাদের।

ঘরের মাঠে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বীকৃত পেসার হিসেবে আছেন কেবল আলজারি জোসেফ। এছাড়া রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার তো আছেনই।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জনসন চার্লস, ব্রেন্ডন কিং, রোস্টন চেস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি।

পাপুয়া নিউগিনি একাদশ

টনি উরা, সিসি বাউ, আসাদ ভালা  (অধিনায়ক), লিগা সিয়াকা, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিন দোরিগা, আলি নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া, জন কারিকো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments