Thursday, May 1, 2025
Homeজেলার খবরঝিনাইদহে মহান মে দিবস পালিত

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

আলোর যুগ প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ শহরের নিমতলা এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, সাইদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিকাগোর রক্তাক্ত আন্দোলনের ফলেই শ্রমিকদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা, ন্যায্য মজুরি এবং শ্রম অধিকার নিশ্চিত করার পথ উন্মুক্ত হয়। এই আন্দোলন সামাজিক পরিবর্তনের সূচনা করে, যা ধীরে ধীরে শ্রেণিবৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রম অধিকার প্রতিষ্ঠায় প্রেরণার উৎস।’ অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments