Thursday, January 9, 2025
Homeজাতীয়‘জুনের মধ্যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’

‘জুনের মধ্যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’

আলোর যুগ প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট শতকরা হারে অতিরিক্ত অর্থ তথা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করবে সরকার। আগামী ৩০ জুনের আগেই এটা বাস্তবায়ন হবে। এবার পেনশনভোগীরাও মহার্ঘ ভাতার আওতায় আসছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর। ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতো না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।

বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ। মহার্ঘ ভাতায় মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়ে থাকে। এবার সেই শতকরা হার কতটুকু হবে তা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বা অর্থ-সচিব ভালো বলতে পারবেস।

কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন। সিনিয়র সচিব আরও জানান, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments