Thursday, November 21, 2024
Homeআন্তর্জাতিকজিততে মরিয়া ট্রাম্প, শেষ দুই দিনে করবেন ৭ সমাবেশ

জিততে মরিয়া ট্রাম্প, শেষ দুই দিনে করবেন ৭ সমাবেশ

আলোর যুগ প্রতিনিধিঃ আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী। প্রচারের শেষ দুই দিনে ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে বলেন, রবিবার ও সোমবার ৭টি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি কঠোর পরিশ্রম করছি। কারণ আমাদের জিততে হবে। ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি থেকে জানা গেছে, ট্রাম্প রবিবার পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন। তিনি সমর্থকদের বলেন, আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এদিকে, মূল নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট। ৪০টি অঙ্গরাজ্য থেকে এরই মধ্যে ৬ কোটি ৬০ লাখের বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ভোটার ট্র্যাকার। তাদের তথ্যমতে, ২০২০ সালের আগামী ভোটের তুলনায় এবার রেকর্ডসংখ্যক বেশি ভোট পড়েছে।

সর্বশেষ জরিপগুলোর তথ্য বলছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবেন, তা জানতে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেদিন ফলাফল জানা যাবে না। ফলাফল জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ইলেক্টোরাল কলেজ গঠন করা নির্বাচকরা আগামী ১৭ ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচতে একত্রিত হবেন। এরপর ২৫ ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট অবশ্যই ইলেক্টোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস।

এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনার সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়েছেন দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments