Thursday, January 9, 2025
Homeরাজনীতিজাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্য সচিব অনিক

জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্য সচিব অনিক

আলোর যুগ প্রতিনিধিঃ দীর্ঘ ৮ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের (২০০৯-১০ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিকে সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন গঠিত ১৭৭ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে গঠিত এ কমিটির আহ্বায়ক-সদস্য সচিবসহ অধিকাংশ পদধারী নেতার ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে। এদিকে নতুন গঠিত এ কমিটি বুধবার সন্ধ্যার দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলা, গুম, খুনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments