Thursday, December 19, 2024
Homeজাতীয়জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে: ফারুকী

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে: ফারুকী

আলোর যুগ প্রতিনিধিঃ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। এতে স্থান পাবে ফ্যাসিবাদ হটানোর রক্তমাখা স্মৃতি। সংস্কার কোন প্রক্রিয়ায় হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে, তা মানুষকে জানানো যাবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ সবার ইতিহাস। তাই ইতিহাসকে আর কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে। তা এই সরকার করবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়ে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments