আলোর যুগ স্পোর্টসঃ দারুণ খেলেও লিভারপুলে শেষ পর্যন্ত জিততে পারলো না। কেবল শেষ দিকে সমতা টেনে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। ফলে তাদের শিরোপা ভাগ্যও হাতছাড়া হওয়ার দশা। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
লুইস দিয়াসের গোলে লিভারপুল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। এরপরই কোবি মাইনোর গোলে এগিয়েও যায় তারা ম্যানইউ । পরে মোহাম্মদ সালাহর গোলে হার এড়ায় ইয়ুর্গেন ক্লপের দল।
এই ড্রয়ের ফলে শিরোপাভাগ্যও আর রইল না লিভারপুলের। টেবিলের প্রথম তিন দলের মধ্যে পার্থক্য ফের নেমে এলো ১ পয়েন্টে। ৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল।