Tuesday, January 28, 2025
Homeবিনোদনজন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

আলোর যুগ বিনোদনঃ বলিউড কিং, কিং অফ রোমান্স শাহরুখ খান। যিনি প্রায় ৩২ বছর ধরে রাজত্ব করছেন বলিউডে। জায়গা করে নিয়েছেন পৃথিবীর কোটি কোটি ভক্তের মনে। আজ সেই শাহরুখ ভক্তদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য সব বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ, আজ ২ নভেম্বর এসআরকে এর জন্মদিন বলে কথা, ৫৯ বছরে পা রাখলেন জনপ্রিয় এই সুপারস্টার।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনও হাত নাড়ছেন, কখনও বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও।

‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী এবং শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দু’জনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি এবং সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ তাকে দেখা গেছে টাইগার ৩ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। এর আগে পাঠান, জাওয়ান, ডানকি দিয়ে পুরো ২০২৩ সাল টা নিজের করে নিয়েছিলেন এই অভিনেতা। শোনা যাচ্ছে সামনে মেয়ে সোহানার সাথে কিং নামের একটি চলচিত্র নিয়ে আবারও ফিরবেন শাহরুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments