Monday, October 21, 2024
Homeজেলার খবরছাত্র-জনতার ওপর হামলায় এ পর্যন্ত ১১৭০ জন গ্রেফতার : র‌্যাব

ছাত্র-জনতার ওপর হামলায় এ পর্যন্ত ১১৭০ জন গ্রেফতার : র‌্যাব

আলোর যুগ প্রতিনিধিঃ দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব মুখপাত্র।

র‌্যাবের মুখপাত্র জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন নজরদারিতে আছেন। এছাড়া হামলার ঘটনায় ৩৯ জন নির্দেশদাতা নেতাকেও গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ২১৯টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কর্নেল মুনীম ফেরদৌস জানান, ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চলেনি, শুধুমাত্র টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

এর আগে এক সংবাদিক সম্মেলনে একই দাবি জানিয়েছিলেন তিনি। সেদিনও মুনীম বলেছিলেন, সহিংসতার ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি। বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে র‍্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments