Thursday, December 26, 2024
Homeশিক্ষাছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ: ঢাকা কলেজের সামনে ৭ ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ: ঢাকা কলেজের সামনে ৭ ককটেল বিস্ফোরণ

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেওয়াকে ঘিরে সন্ধ্যায় সড়কে অগুন জ্বালিয়ে বিক্ষোভের পর এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলেজের সামনে এক ঘণ্টার ব্যবধানে ৭টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী ও পুলিশের থেকে এই তথ্য জানা গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজে মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ককটেল বিস্ফোরণ হয়েছে। এ জন্য উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments