আলোর যুগ স্পোর্টসঃ আগামীকাল থেকে মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বরিশালের অধিনায়ক তামিম। দেশসেরা এই ওপেনারের সংবাদ সম্মেলনে ওঠে এসেছে তার জাতীয় দলের ফেরার প্রসঙ্গও। বছর খানেকেরও বেশি সময় ধরে লাল-সবুজের জার্সিতে নেই তিনি। আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন আইসিসি ইভেন্টে টাইগারদের দলে তিনি থাকবেন কি না এমন প্রশ্নেরও উত্তর দিতে হয়েছে তামিমকে।
জাতীয় দলে ফেরার প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি। আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’
এবারের বিপিএল নিয়ে তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’