আলোর যুগ প্রতিনিধিঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরের শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনার ফুটেজ নানা অনলাইনমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ফুটেজে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকেই এসময় বেলকনিতে বেরিয়ে আসেন। উদ্ধারকারীদের তৎপরতায় সেখান থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
তিন শতাধিক কর্মীর প্রচেষ্টায় রাতভর উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো তদন্ত চলছে।