Saturday, May 3, 2025
Homeক্রিকেটচিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা

আলোর যুগ স্পোর্টসঃ ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জুন মাসে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া। এ ছাড়া বছর শেষের দিকে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামতে পারে লিওনেল স্কালোনির দল, সম্ভাব্য প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। বাছাইপর্বে চূড়ান্ত দুই লড়াই ।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে, আগামী ৫ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ও ১০ জুন বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। যদিও আর্জেন্টিনার জন্য ম্যাচগুলো আনুষ্ঠানিকতা মাত্র, তবে প্রতিপক্ষদের জন্য এগুলো বাঁচা-মরার লড়াই।

চিলি রয়েছে পয়েন্ট তালিকার শেষে (১০ নম্বরে), তাদের অর্জন মাত্র ১০ পয়েন্ট। এই ম্যাচে হারলে তারা বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে। অন্যদিকে, কলম্বিয়া অবস্থান করছে ষষ্ঠ স্থানে, ২০ পয়েন্ট নিয়ে। তারা এখনও প্লে-অফে খেলার লড়াইয়ে রয়েছে, তবে পরপর দুই ম্যাচে হেরে গেলে এবং ভেনেজুয়েলা জয় পেলে তাদের স্বপ্নও ধূলিসাৎ হয়ে যেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments