আলোর যুগ প্রতিনিধিঃ আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে এই রায় দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী কাদজিলেমবে ফ্রান্সিস শনিবার রাজধানী এনজামেনায় সাংবাদিকদের জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন মার্সা। তিনি দাবি করেন, তার মক্কেলের সুনাম ক্ষুণ্ন ও অকারণে অপমান করার জন্য এই সাজা দেওয়া হয়েছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ট্রান্সফরমার্স পার্টির প্রধান ও সংস্কারপন্থী নেতা মার্সা। তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহামাত ডেবির কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল লোগোন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৫ জন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনার পর মার্সাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়। অভিযুক্তদের বেশির ভাগই নাগামবায়ে আদিবাসী সম্প্রদায়ের। অভিযোগের মধ্যে ছিল ঘৃণামূলক বক্তব্য প্রচার, বিদ্বেষ উসকে দেওয়া এবং হত্যাযজ্ঞে প্ররোচনা। তবে মার্সা অভিযোগ অস্বীকার করেন।
আদালত থেকে বের হওয়ার আগে সমর্থকদের উদ্দেশে মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান তিনি। দিনের শেষে সমর্থকদের জন্য ‘বিশেষ বার্তা’ দেওয়ার কথাও বলেন।
২০২২ সালে সহিংস দমন–পীড়নের পর দেশ ছাড়লেও গত বছর সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেয়ে ফিরে আসেন মার্সা। সে বছরই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন মাহামাত ডেবি। ভোট জালিয়াতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করলেও পরে পুনর্মিলন চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন তিনি।