আলোর যুগ স্পোর্টসঃ পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বুমরাবাহিনীর। স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই নেই পাঁচ উইকেট। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে তরুণ পেসার হরশিত রানা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডির। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন নাথান ম্যাকসুয়েনি।
দলীয় ৫ রানের মাথায় শূন্য করে ফিরেছেন জসশ্বী জয়সওয়াল। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হন তিনি। এর পর উইকেটে টিকে থাকার লড়াই করেও পারলেন না দেবদূত পাডিক্কাল। ১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে পাডিক্কালের উইকেট হারায় ভারত।
শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও। হ্যাজলউডের শর্ট ডেলিভারিতে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ৩২ রানে তিন উইকেট হারানোর পর ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে। ২৬ রান করার পর মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল। ব্যক্তিগত ১১ রানের মাথায় সাজঘরে ফেরেন ধুব জুরেল।
উইকেটে আছেন ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর। পন্ত ১৪ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। আর মিচেল মার্শ নিয়েছেন একটি উইকেট।
ভারতীয় একাদশ:
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ:
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।