Thursday, December 12, 2024
Homeক্রিকেটগ্লোবাল সুপার লিগের শিরোপা রংপুর রাইডার্সের

গ্লোবাল সুপার লিগের শিরোপা রংপুর রাইডার্সের

আলোর যুগ স্পোর্টসঃ গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। শনিবার সকালে গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার বিগব্যাশ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটি। এবার জিতেছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া গ্লোবাল সুপার লিগের শিরোপা, পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে টুর্নামেন্টটিতে। টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় রংপুর। দলের দুই ওপেনারই হাফ সেঞ্চুরি তুলে দেন। ১৪তম ওভারের শেষ বলে গিয়ে যখন উদ্বোধনী জুটি ভাঙে, তখন দলের রান ১২৪। ৪ চার ও সমান ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করে আউট হয়ে যান স্টিভেন টেলর। তবে আরেক ওপেনার সৌম্য সরকার অপরাজিত থাকেন শেষ অবধি। ৭টি চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রান করেন তিনি।

পাঁচ দেশের পাঁচ দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের খাতায়ও সবার উপরে নিজের নাম তোলেন সৌম্য। ৫ ম্যাচে দুই হাফ সেঞ্চুরি ও ১৪২.৪২ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছেন তিনি। দুই ওপেনারের পরের ব্যাটাররা অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। রংপুরের রানও তাই দুইশ ছাড়ায়নি। রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি ভিক্টোরিয়ার জন্যও। যদিও চতুর্থ ওভারে ১৫ বলে ১৬ রান করা ব্লাক ম্যাকডোনাল্ডকে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। তবে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৪ রান তোলে ভিক্টোরিয়া।

অষ্টম ওভার থেকে ধাক্কা খেতে শুরু করে ভিক্টোরিয়া। ওই ওভারের প্রথম বলে সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বোল্ড করেন হারম্রিত সিং। ১২ বলে ১০ রান করেছিলেন এই ব্যাটার। পরের ওভারে ৫ বলে ২ রান করা জনাথন ওয়েলস শিকার হন রিশাদ হোসেনের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভিক্টোরিয়ার হয়ে অনেকটা একাই লড়ে যাচ্ছিলেন জো ক্লার্ক। ৭ চারে ২২ বলে ৪০ রান করা এই ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ দেন মাহেদী হাসানের বলে। ভিক্টোরিয়াও অলআউট হয় দ্রুত। রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন হারম্রিত সিং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments