আলোর যুগ স্পোর্টসঃ গ্রেনাডা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৫৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। উইকেট বাকি আছে ৩টি। এমনিতে এই লিড অনেক বড় হয়তো মনে হচ্ছে না। তবে এই সিরিজের যে ধারা, উইকেট ও পারিপার্শ্বিক যা অবস্থা, তাতে লক্ষ্য এখনই কঠিন ক্যারিবিয়ানদের। শনিবার (৫ জুলাই) অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষ করে ৭ উইকেটে ২২১ রান নিয়ে। বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে এ দিন খেলা হতে পারে কেবল ৫৮.৪ ওভার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ৩৩ রানের।
২ উইকেটে ১২ রান নিয়ে শনিবার দিন শুরু করে অস্ট্রেলিয়া। নাইটওয়াচম্যন ন্যাথান লায়নকে (৮) বেশিক্ষণ টিকতে দেননি আলজারি জোসেফ। এরপর গ্রিন ও স্মিথের সেই জুটি। গ্রিনকে তিন নম্বরে খেলানো নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিতর্ক চলছে বেশ। এই পজিশনে টানা পাঁচ ইনিংসে ব্যর্থতার পর বলার মতো কিছু করতে পারলেন তিনি।
স্মিথ চোট কাটিয়ে ফিরে প্রথম ইনিংসে উইকেট বিলিয়ে দিয়েছিলেন ৩ রান করে। এই ইনিংসে তাকে দেখা গেহল স্বরূপে। ব্যাটিং দুরূহ কন্ডিশনেও তিনি ছিলেন সাবলীল। ১২২ বলে ফিফটি স্পর্শ করেন গ্রিন। তবে পরের বলেই শামার জোসেফকে কাট করতে গিয়ে উইকেট হারান তিনি। নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে ফেরেন ড্রেসিং রুমে। জুটি থামে ৯৩ রানে।
স্মিথের ফিফটি আসে ৭৯ বলে। আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন তিনি ট্রাভিস হেডকে নিয়ে। দুইজনের সহজাত ব্যাটিংয়ে রানের গতিও ছিল বেশ ভালো। চা-বিরতির পর অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন জাস্টিন গ্রেভস। স্মিথকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন এই অলরাউন্ডার। ৭ চার ও ১ ছক্কায় ৭১ করে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
গ্রেভস পরের ওভারে ফিরিয়ে দেন বাউ ওয়েবস্টারকে। টানা তিন টেস্টে ফিফটি করা অলরাউন্ডার এবার ফেরেন ২ রানেই। দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেক্স কেয়ারির সঙ্গে এরপর আরেকটি জুটি গড়ার চেষ্টায় ছিলেন হেড। বাধা হয়ে দাঁড়ান শামার জোসেফ। তার দারুণ ডেলিভারিতে হেড বোল্ড হয়ে যান ৩৯ রানে।
তবে অস্ট্রেলিয়ার লিড আরও বাড়ানোর আশা হয়ে টিকে আছেন কেয়ারি। ক্রিজে থাকা কামিন্স ও বাইরে থাকা মিচেল স্টার্কের ব্যাটের হাতও খারাপ নয়।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৮৬
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৩
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬৪.৩ ওভারে ২২১/৭ (আগের দিন ১২/২) (গ্রিন ৫২, লায়ন ৮, স্মিথ ৭১, হেড ৩৯, ওয়েবস্টার ২, কেয়ারি ২৬*, কামিন্স ৪*; সিলস ১৬-২-২৯-২, শামার ১২.৪-০-৫৪-২, আলজারি ১৩-২-৪২-১, ফিলিপ ৯-০-৩২-০, চেইস ৫-০-২৯-০, গ্রেভস ৯-০-২২-২)।