Sunday, December 22, 2024
Homeবিনোদনগিটার বাজাতে বাজাতে চির বিদায় পিকলুর

গিটার বাজাতে বাজাতে চির বিদায় পিকলুর

আলোর যুগ প্রতিনিধিঃ অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিনহাজ আহমেদ পিকলু। আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে।

অর্থহীনের জনপ্রিয় গান ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু। অর্থহীনের অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, ‘বিবর্তন’, ‘ধ্রুব’তে লিড গিটার বাজিয়েছেন তিনি। প্রয়াত সংগীতশিল্পী নিলয় দাশের শিষ্য ছিলেন পিকলু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments