
আলোর যুগ প্রতিনিধিঃ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি মাত্র ২০ দিনের মাথায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় বেআইনিভাবে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ সংগ্রহ করার মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন। তবে ৫ বছরের মধ্যে ২ বছর কারাভোগ ও বাকি ৩ বছর স্থগিত সাজার আওতায় ছিল। সারকোজিকে আগামী বছর আপিল বিভাগের বিচারের মুখোমুখি হতে হবে। তার আগে তাকে কঠোর বিচারিক তত্ত্বাবধানে রাখা হবে। এর আওতায় তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।
মুক্তি পাওয়ার পর সারকোজি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি যে নির্দোষ, তা সমস্ত শক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘সত্য জয়ী হবে… গল্পের শেষ এখনো লেখা হয়নি।’আদালতে সারকোজি তার কারাবাসকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ ‘সর্বাত্মকভাবে অস্বীকার’ করি।
বুধবার আদালত জামিন দেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে সারকোজি প্যারিসের লা সান্তে কারাগার থেকে মুক্তি পান। বিকাল ৩টার কিছু আগে তাকে গাড়িতে বের হতে দেখা যায়। এরপর তিনি সরাসরি প্যারিসের পশ্চিমাঞ্চলে নিজের বাসায় ফিরে যান। তার আইনজীবী ক্রিস্তফ একে মামলার অগ্রগতি হিসেবে দেখছেন। জানিয়েছেন, এখন তারা মার্চ মাসে অনুষ্ঠিতব্য আপিল শুনানির জন্য প্রস্তুতি নেবেন।
