Monday, April 7, 2025
Homeআন্তর্জাতিকগাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় হামাস ১০টি রকেট ছুঁড়েছে। আইডিএফের দাবি, বেশিরভাগ রকেট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে আশকেলনে কমপক্ষে একটি রকেট আঘাত হেনেছে খবর পাওয়া গেছে। যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় গাজা উপত্যকা থেকে হামাস ১০টি রকেট ছুঁড়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments