আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলের আগ্রাসনের কারণে অপুষ্টিতে ভুগছে গাজার ৮ হাজারেরও বেশি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্যের তদারকি করা সংস্থাটি। টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় পাঁচ বছরের কম বয়সী ৮ হাজারেরও বেশি শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, ৮ মাস ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি হামলায় প্রায় ১৬ হাজার শিশুর প্রাণ গেছে। বাবা-মা হারিয়েছে ১৭ হাজার শিশু। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩৭ হাজার ২০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যাও লাখ ছোঁয়ার পথে।