Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

আলোর যুগ প্রতিনিধিঃ গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর ফলে সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। খবর সিএনএনের।

যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলাগুলো এমন সময়ে ঘটলো, যখন গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় অভিযান নতুন করে জোরদার হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, উত্তর গাজায় রাতভর হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। হামলার সময় সেখানে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, হাসপাতালের মেডিকেল টিম ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৫ জনের মরদেহ উদ্ধার করেছে। কোনো আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় হাত দিয়েই কাজ করতে হচ্ছে। ড. সাফিয়া সতর্ক করেন, যদি আন্তর্জাতিক সহায়তা না আসে এবং চিকিৎসা সরঞ্জাম না পৌঁছায়, তবে হাসপাতালটি ‘গণকবরে’ পরিণত হতে পারে।

এছাড়া, বুধবার মধ্য গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে হামলায় অন্তত ২২ জন নিহত হন, তাদের মধ্যে ১০ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আলবুরশ জানান, হতাহতদের উদ্ধারের কাজ এখনো চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments