আলোর যুগ প্রতিনিধিঃ অবরুদ্ধ গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।
হামলার পর ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর। গাজার নাসের হাসপাতালে মাটিতে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেক পরিবারের সদস্যকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।