Wednesday, November 12, 2025
Homeঅপরাধগাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ ও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি জেলা শহরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৮ নভেম্বর গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবু এজাহার ভুক্ত আসামি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর এলাকায় ডিবি পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এসময় আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবু ওই মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments