Thursday, November 27, 2025
Homeজাতীয়খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার : মৎস্য উপদেষ্টা

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার : মৎস্য উপদেষ্টা

 

আলোর যুগ প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র‍্যালি শেষে এ কথা বলেন তিনি।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে এবার প্রথমবারের মতো রাজধানীসহ সারা দেশে একযোগে প্রাণী সপ্তাহ- ২০২৫ উদযাপন শুরু হয়েছে। সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শেরেবাংলা নগর মাঠ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষপাতী নয়। দেশীয় উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাজার তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মৎস্য উপদেষ্টা আরও বলেন, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫ জন পদক দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments