Monday, January 26, 2026
Homeআন্তর্জাতিককড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

আলোর যুগ প্রতিনিধিঃ অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোর করে প্রবেশে করেছে প্রায় ২০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়েছে, জোরপূর্বক পবিত্র স্থানে প্রবেশ করে ডোম অব দ্য রকের কাছে ‘তালমুদিক’ ধর্মীয় অনুষ্ঠান পালন করে ইহুদিরা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন।

সরকারি তথ্যমতে, শুধু নভেম্বরেই অবৈধ বসতির ৪ হাজার ২৬৬ বাসিন্দা এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক আল-আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের ১৪৪ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি।

উল্লেখ্য, আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল-আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments